যা আমার নয়, তা আমি পেয়ে গেলেও তা আমার নয়। আর যা আমার, তা আমি না পেলেও তা চিরকাল আমারই। সুতরাং কারও ইচ্ছের বিরুদ্ধে তাকে পেতে চাই না। বরং ছেড়ে দেই। মুক্ত করে দেই। মনে রেখো, কখনো কখনো মুক্তিই বন্দিত্ব। আবার কখনো বন্দিত্বই মুক্তি। কিন্তু মানুষ তা চট করে বুঝতে পারে না। বুঝতে পারে সময়। তাই যা নিজের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তা সময়ের হাতে ছেড়ে দেই।'
- সাদাত হোসাইন
আমাকে ভালোবাসতে এসো না,
আমার কিচ্ছু নেই তোমাকে দেবার মত।
নেই আস্ত একটা হৃদয়,
নেই বুকের ভিতর আগলে রাখার মায়া।
নেই এক বুক ভালোবাসা তোমাকে দেবার মত।
তারচেয়ে বরং তুমি দূরে থাকো।
আমি সুন্দর মোমের আলোর মত
আমাকে দূর থেকে দেখাই শ্রেয়।
কাছে এসে যদি ছুঁয়ে দিতে চাও
তবে তুমি দগ্ধ হয়ে যাবে।
যে হৃদয়ে তুমি আসবে ভেবেছো
সে হৃদয় ভেঙে গেছে
বুকের ভিতর মানুষের যেখানে মায়া থাকে
সেখানে আমার আজ অন্য কারো শূন্যতা ।
কেউ একজন ছিলো,
যে আমার সবকিছু নিয়ে নিরুদ্দেশ হয়ে গেছে
তোমাকে দেবার মত অবশিষ্ট আমার আর কিছু নেই।
আমাকে ভালোবাসতে এসো না।
চোখে জল ছুঁয়ে যাবে,
বিরহে মন ভারী হবে
অবশেষে তোমার ভালো থাকাই আর হবে না।
ⓒ. শাহরিয়ার শরীফ
📸 : আফরোজা 🌸