Search Suggest

শিক্ষা ব্যাবস্থা কেমন হওয়া উচিৎ


শিক্ষা হল সমাজের অগ্রদূত এবং দেশের ভবিষ্যৎ নির্মাতা। আদর্শ শিক্ষা ব্যাবস্থার মূল লক্ষ্য হওয়া উচিৎ শিক্ষার্থীদের কেবলমাত্র পাঠ্যবইয়ের জ্ঞানে সমৃদ্ধ করা, বরং তাদেরকে মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাভাবনা ও সমাজের সাথে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলা। তাহলে কেমন হওয়া উচিৎ আমাদের শিক্ষা ব্যাবস্থা, তার মূল দিকগুলো নিম্নরূপ:

১. সকলের জন্য সহজলভ্যতা ও সমতা:
শিক্ষা সর্বজনীন অধিকার হওয়া উচিৎ। প্রত্যেকের কাছে উন্নত, মানসম্মত এবং বিনামূল্যে বা সুলভ মূল্যে শিক্ষা পৌঁছে দেওয়া দরকার, যেন অর্থনৈতিক ও সামাজিক সীমাবদ্ধতা কোনোভাবেই শিক্ষার পথে বাধা সৃষ্টি না করে।


লেখক তৌফিক সুলতান স্যার এর লেখা সমূহ ||Writer Taufiq Sultan Sir's writings || Writer Towfiq Sultan Sir's writings ||كتابات الكاتب توفيق سلطان سير ||作家陶菲克·苏丹先生的著作 ||作家 Towfiq Sultan Sir の著作 ||Écrits de l'écrivain Towfiq Sultan Sir ||Yazar Towfiq Sultan Sir'in yazıları ||लेखक तौफीक सुल्तान सर की रचनाएँ || Al Towfiqi, Welftion CEO, আল তৌফিকী পরিবার, হাউজ অফ আল তৌফিকী, ওয়েল্ফশন নগরী,Welftion CEO,House Of Al Towfiqi, News,খবর,সংবাদ, লেখক, কবি,লেখা

২. শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি:
শিক্ষার প্রধান কেন্দ্রে থাকা উচিত শিক্ষার্থী।

  • সক্রিয় অংশগ্রহণ: ক্লাসরুমে শিক্ষার্থীদেরকে প্রশ্ন করার, আলোচনা করার ও সমালোচনামূলক চিন্তাভাবনার সুযোগ দেওয়া প্রয়োজন।
  • ব্যক্তিগত ও সৃজনশীল বিকাশ: পাঠ্যক্রমে সৃজনশীলতা, গবেষণা এবং সমস্যা সমাধানের ওপর জোর দেওয়া উচিত, যাতে শিক্ষার্থীরা শুধু তথ্য গ্রহণকারী না হয়ে, নতুন ধারণা সৃষ্টি ও প্রয়োগে সক্ষম হয়।

৩. মানসম্মত ও আধুনিক শিক্ষা উপকরণ:
শিক্ষকদের আধুনিক প্রযুক্তি, ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম ও গবেষণামূলক কার্যক্রমের সাথে পরিচিত করা জরুরি।

  • টেকনোলজির সমন্বয়: ইন্টারনেট, ইলেকট্রনিক রিসোর্স ও ভার্চুয়াল ক্লাসরুমের মাধ্যমে শিক্ষাকে আরো গতিশীল এবং কার্যকর করা সম্ভব।
  • প্রয়োগিক শিক্ষা: থিওরির পাশাপাশি প্রাকটিক্যাল ও গবেষণামূলক শিক্ষা প্রদান করে শিক্ষার্থীদের হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ নিশ্চিত করা উচিত।

৪. শিক্ষক প্রশিক্ষণ ও প্রেরণা:
উচ্চমানের শিক্ষা ব্যাবস্থার পেছনে রয়েছেন যোগ্য, প্রেরণাদায়ক ও দক্ষ শিক্ষকরা।

  • নিয়মিত প্রশিক্ষণ: শিক্ষকদের আধুনিক শিক্ষণ পদ্ধতি, টেকনোলজি ব্যবহারের পাশাপাশি মানসিক সমর্থন ও পেশাগত উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ দেয়া প্রয়োজন।
  • প্রেরণামূলক পরিবেশ: শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা, যেখানে শিক্ষার্থী নিজেদের মত প্রকাশে স্বাধীন ও সৃজনশীল হতে পারে।

৫. মূল্যবোধ ও নৈতিক শিক্ষা:
শুধু পেশাগত দক্ষতার বিকাশ নয়, বরং মানবিক মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষার একটি অপরিহার্য অংশ হওয়া উচিৎ।

  • নৈতিক ও সামাজিক দায়িত্ব: শিশুদেরকে সহানুভূতি, পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক দায়িত্ববোধের শিক্ষা প্রদান করা দরকার, যাতে তারা সমাজের কল্যাণে অবদান রাখতে পারে।

৬. সমন্বিত ও বহুমুখী পাঠ্যক্রম:
একটি আদর্শ শিক্ষা ব্যাবস্থায় বিভিন্ন বিষয়ের সমন্বয় থাকা দরকার—বিজ্ঞান, কলা, ইতিহাস, সাহিত্য ও প্রযুক্তি যেন সমান গুরুত্ব পায়।

  • সমাজ ও সংস্কৃতির সঙ্গে সংযোগ: পাঠ্যক্রমে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও বর্তমান বিশ্বের চাহিদা প্রতিফলিত করা উচিত, যাতে শিক্ষার্থীরা দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে পারে।

লেখক তৌফিক সুলতান স্যার এর লেখা সমূহ ||Writer Taufiq Sultan Sir's writings || Writer Towfiq Sultan Sir's writings ||كتابات الكاتب توفيق سلطان سير ||作家陶菲克·苏丹先生的著作 ||作家 Towfiq Sultan Sir の著作 ||Écrits de l'écrivain Towfiq Sultan Sir ||Yazar Towfiq Sultan Sir'in yazıları ||लेखक तौफीक सुल्तान सर की रचनाएँ || Al Towfiqi, Welftion CEO, আল তৌফিকী পরিবার, হাউজ অফ আল তৌফিকী, ওয়েল্ফশন নগরী,Welftion CEO,House Of Al Towfiqi, News,খবর,সংবাদ, লেখক, কবি,লেখা


একটি আদর্শ শিক্ষা ব্যাবস্থা হবে সেই ব্যবস্থা, যা শিক্ষার্থীদের সৃষ্টিশীল, সমালোচনামূলক এবং মানবিক দিক থেকে পূর্ণাঙ্গভাবে গড়ে তোলে। যখন শিক্ষা হবে সহজলভ্য, শিক্ষার্থী-কেন্দ্রিক ও প্রযুক্তি সমন্বিত, তখনই আমরা একটি সমৃদ্ধ, সুশিক্ষিত এবং নৈতিক সমাজের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবো। আসুন, আমরা সবাই মিলে শিক্ষাকে তুলে ধরি এক নতুন উচ্চতায়, যেখানে প্রতিটি শিশুর সম্ভাবনা বিকাশের পূর্ণ সুযোগ থাকবে এবং তারা নিজেদের দক্ষতার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম হবে।

https://towfiqsultan-al-towfiqi.blogspot.com/2024/12/blog-post.html

একটি মন্তব্য পোস্ট করুন

আকর্ষণীয় পুরুষ্কার পেতে দ্রুতই আপনার দক্ষতা দেখান আমাদের মাধ্যমে সমগ্র বিশ্ব কে

উপহার পেতে আপনাকে ওয়েলফশন দিয়ে কবিতা, ছড়া, উপন্যাস, চিঠি,গল্প, নিবন্ধন,কলাম, বই বা আপনি যা ভালো পারেন তা লিখে আমাদের গ্রুপে পোস্ট করতে হবে।  এবং আপনার লিখার সাথে  ছবি, নাম,ঠিকানা, ই-মেইল, মোবাইল নাম্বার লিখে ই-মেইল করতে হবে। E-mail :  towfiqhossain.id@gmail.com Welftion.help@gmail.com   towfiqsultan.help@gmail.com আকর্ষণীয় পুরুষ্কার পেতে দ্রুতই আপনার দক্ষতা দেখান আমাদের মাধ্যমে সমগ্র বিশ্ব কে Post Group Links :  https://www.facebook.com/ groups/welftion.community/? ref=share_group_link Drive Upload:  https://drive.google.com/ drive/folders/ 1s5QptcKMbmVnxlWtwatP- B2JGLI2wj4o শর্ত: আপনি যা-ই লিখেন বা তৈরী করেন তাতে ওয়েলফশন শব্দ লগো কে হাইলাইট করতে হবে। তা হতে হবে সত্য ন্যায়, শান্তি প্রতিষ্ঠা এবং কল্যাণের আহ্বান যা মূলত কল্যাণেন প্রতিনিধিত্ব করবে ..! গল্প তৈরি করতে পারেন ওয়েলফশন নগরী নিয়ে। তাছাড়া আপনার পারদর্শিতার প্রমাণ দিয়ে উপহার পেতে পারেন।   যেমন : ছবি, সফটওয়্যার তৈরি, গ্রাফিক্স ডিজাইন, Android App's, Building, 3D,Animation, যে কোনো কিছু হতে পারে। আক...

কবিতা -১০

  তৌফিক সুলতান ছবি তুলেছেন  আমাকে একটু ভালোবাসা যাবে? খুবই স্বল্প পরিমাণ। না তার থেকেও কম; একেবারেই কম, যাবে? একটু ভালোবাসা যাবে? আমার একটু যত্ন নেওয়া যাবে? একদমই কম। ধরো আমি তোমাকে বললাম "আমার মন খারাপ" তুমি বললে "অসুবিধা নেই একটু পর ঠিক হয়ে যাবে।" মন ভালো না হোক শুধু এই অল্প যত্নটুকু নেওয়া যাবে? আমি বোধহয় খুব অল্প কিছুর অভাবে মা/রা যাবো। আমাকে তুমি সেই অল্প টুকু দিবে? #লেখা: সংগৃহীত https://www.facebook.com/share/r/1dKvvfdodd/ 2.   তুমি একদিন আমাকে দারুন ভাবে অনুভব করবে, কিন্তু ততদিনে আমাকে হারিয়ে ফেলবে আর নিজেকে বার বার প্রশ্ন করতে থাকবে আমি কিভাবে আপনাকে হারিয়ে ফেললাম অথচ মানুষটা আমার সামনেই ছিলো। এখন তুমি হয়তো ভিতরে ভিতরে মুচকি মুচকি হাসচ্ছ কিন্তু বিশ্বাস করো তুমি চাইলেই আমাকে ভালোবাসতে পারতে। চাইলেই বলতে পারতে আমার আপনাকেই লাগবে। তোমার মুখ থেকে এই কথা গুলো শুনবার জন্য কতোটা সময় অপেক্ষা করেছি তুমি কী? বলতে পারো!? জানি বলতে পারবে না! কারণ তোমার অনুভূতি যে হৃদয় পর্যন্ত পৌঁছাতে-ই পারে নি। আমি সব সময় একটা কথা বলি পৃথিবীতে সব থেকে জরুরি হলো হৃদয়বান হওয়া।  জনো আম...

কবিতা রেকর্ড -১

তৌফিক সুলতান  ২০।  শুনচ্ছো; আমি দেখেছি কিভাবে অপেক্ষারা উপক্ষাতে বদল হয়। নির্ঘুম রাত্রি শেষে আধার নিয়ে আসে ভোর।  তোমার নামে বেরিয়ে আসা দীর্ঘ শ্বাস বলে নীল আকাশ ছুঁতে আর কতো দূর।  এতোটা অপেক্ষায় রেখোনা তারপর একদিন ফিরে এসে দেখবে ; তুমি আসার আগেই মৃত্যু এসে নিয়ে গেছে আমায়। যেহেতু মৃত্যুর অভিধানে 'অপেক্ষা' বলে কোনো শব্দ নাই। ভালোবেসে যে তোমাকে মনে রাখে নি  অহেতুক ঘৃণায় তাকে সরণে রেখে কি লাভ বলো? তারচেয়ে বরং তোমার প্রর্থা জুড়ে না থাকুক সেই ভুল মানুষটার অভাব।  তোমাকে আমি সব সময় ভালোবাসি এটাই আমার স্বভাব।  তুমি আমার দুঃখ সুখ-   ১৯| পৃথিবীর কোনো জায়গায়ই আসলে  মানুষের জন্য পারফেক্ট না।  আবার থাকতে থাকতে একটা সময়  জেলখানার প্রতিও মায়া জন্মে যায়।  দীর্ঘ দিন বয়ে বেড়ানো একটা অসুখ–  সেরে উঠার পর অসুখের দিনগুলোর কথা  মনে পড়লে সেই অসুখটার জন্য মন খারাপ লাগে।  হেঁটে যেতে যেতে পথপাশে দেখা একটা ফুল,  অচেনা বাড়ির বেলকনি,  বিকেলের মিহি রোদ নেমে আসা ঝুল বারান্দা–  এসবের কথা মনে পড়লে খারাপ লাগে।  দূরপাল্লার বাসে ব...

Send Whatsapp Query