Search Suggest

অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে নতুন মোড়

হোন্ডা-নিসানের একীভূত হওয়ার পরিকল্পনা বাতিল  

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অটোমোবাইল শিল্পে এক নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে, কারণ হোন্ডা এবং নিসান তাদের ঐক্যবদ্ধ হওয়ার পরিকল্পনা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণা অটোমোবাইল শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং প্রভাব ফেলবে বৃহত্তর বাজারের উপর।


 

হোন্ডা এবং নিসান একে অপরকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মজা করতে চেয়েছিল। বিশেষ করে তারা নিজেদের উৎপাদন ক্ষমতা, টেকনোলজির অগ্রগতি এবং বাজারে প্রবৃদ্ধির জন্য একটি শক্তিশালী যৌথ সমাধান তৈরি করতে চেয়েছিল। তবে, গত এক বছরে উভয় কোম্পানির মধ্যে সংকট এবং অচলাবস্থা স্পষ্ট হতে শুরু করে, যার ফলে তাদের সম্পর্কের ভবিষ্যত অনিশ্চিত হয়ে ওঠে। উভয় কোম্পানির মধ্যে খোলামেলা আলোচনা এবং কৌশলগত বিষয়ের উপর বেশ কয়েকটি দ্বিমত উঠে আসে, যার ফলে পরিকল্পনা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ব অটোমোবাইল শিল্পে এই সিদ্ধান্তের কি প্রভাব পড়বে? বিশেষ করে, যেখানে একীভূত হওয়ার পরিকল্পনা এমন একটি সময়ে প্রণয়ন করা হয়েছিল যখন বিশ্বব্যাপী বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে সব অটোমোবাইল প্রস্তুতকারকরা নতুন প্রযুক্তি, যেমন বৈদ্যুতিক যানবাহন এবং সাশ্রয়ী জ্বালানির দিকে মনোযোগ দিচ্ছে। অনেক বিশ্লেষক মনে করছেন, যদিও একীভূত হওয়া প্রাথমিকভাবে লাভজনক হতে পারত, কিন্তু দীর্ঘমেয়াদীভাবে এটি তাদের স্বাধীন পরিচালনার সক্ষমতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

হোন্ডা এবং নিসান, দুইটি প্রতিষ্ঠিত নাম, এখনও বৈশ্বিক অটোমোবাইল বাজারে শক্তিশালী উপস্থিতি বজায় রেখেছে, এবং তারা তাদের পরিকল্পনা পরিবর্তনের মাধ্যমে আবারও তাদের নিজস্ব উদ্ভাবন এবং কৌশলগত ফোকাসে ফিরে যেতে চাইছে।

এখন প্রশ্ন উঠছে, এই নতুন সিদ্ধান্তের পর তারা কীভাবে তাদের নিজস্ব ব্যবসায়িক কৌশল নির্ধারণ করবে এবং বাজারের প্রতিযোগিতায় কোথায় দাঁড়িয়ে থাকবে। তবে, এটা স্পষ্ট যে, হোন্ডা এবং নিসানকে একে অপরের প্রতি সহযোগিতামূলক মনোভাব রেখে নতুন পথ তৈরি করতে হবে।

এই সিদ্ধান্তের ফলে অনেকেই বিস্মিত, কিন্তু অটোমোবাইল শিল্পের বিশ্লেষকরা আশা করছেন, এটি সামগ্রিকভাবে শিল্পের জন্য একটি শক্তিশালী ভবিষ্যত তৈরি করবে যেখানে আরও স্বাধীন, বৈশ্বিক এবং উদ্ভাবনী উন্নয়ন সম্ভব হবে।


ওয়েল্ফশন নিউজ অনলাইন ডেস্ক

https://towfiqsultan-al-towfiqi.blogspot.com/2024/12/blog-post.html

একটি মন্তব্য পোস্ট করুন

আকর্ষণীয় পুরুষ্কার পেতে দ্রুতই আপনার দক্ষতা দেখান আমাদের মাধ্যমে সমগ্র বিশ্ব কে

উপহার পেতে আপনাকে ওয়েলফশন দিয়ে কবিতা, ছড়া, উপন্যাস, চিঠি,গল্প, নিবন্ধন,কলাম, বই বা আপনি যা ভালো পারেন তা লিখে আমাদের গ্রুপে পোস্ট করতে হবে।  এবং আপনার লিখার সাথে  ছবি, নাম,ঠিকানা, ই-মেইল, মোবাইল নাম্বার লিখে ই-মেইল করতে হবে। E-mail :  towfiqhossain.id@gmail.com Welftion.help@gmail.com   towfiqsultan.help@gmail.com আকর্ষণীয় পুরুষ্কার পেতে দ্রুতই আপনার দক্ষতা দেখান আমাদের মাধ্যমে সমগ্র বিশ্ব কে Post Group Links :  https://www.facebook.com/ groups/welftion.community/? ref=share_group_link Drive Upload:  https://drive.google.com/ drive/folders/ 1s5QptcKMbmVnxlWtwatP- B2JGLI2wj4o শর্ত: আপনি যা-ই লিখেন বা তৈরী করেন তাতে ওয়েলফশন শব্দ লগো কে হাইলাইট করতে হবে। তা হতে হবে সত্য ন্যায়, শান্তি প্রতিষ্ঠা এবং কল্যাণের আহ্বান যা মূলত কল্যাণেন প্রতিনিধিত্ব করবে ..! গল্প তৈরি করতে পারেন ওয়েলফশন নগরী নিয়ে। তাছাড়া আপনার পারদর্শিতার প্রমাণ দিয়ে উপহার পেতে পারেন।   যেমন : ছবি, সফটওয়্যার তৈরি, গ্রাফিক্স ডিজাইন, Android App's, Building, 3D,Animation, যে কোনো কিছু হতে পারে। আক...

কবিতা -১০

  তৌফিক সুলতান ছবি তুলেছেন  আমাকে একটু ভালোবাসা যাবে? খুবই স্বল্প পরিমাণ। না তার থেকেও কম; একেবারেই কম, যাবে? একটু ভালোবাসা যাবে? আমার একটু যত্ন নেওয়া যাবে? একদমই কম। ধরো আমি তোমাকে বললাম "আমার মন খারাপ" তুমি বললে "অসুবিধা নেই একটু পর ঠিক হয়ে যাবে।" মন ভালো না হোক শুধু এই অল্প যত্নটুকু নেওয়া যাবে? আমি বোধহয় খুব অল্প কিছুর অভাবে মা/রা যাবো। আমাকে তুমি সেই অল্প টুকু দিবে? #লেখা: সংগৃহীত https://www.facebook.com/share/r/1dKvvfdodd/ 2.   তুমি একদিন আমাকে দারুন ভাবে অনুভব করবে, কিন্তু ততদিনে আমাকে হারিয়ে ফেলবে আর নিজেকে বার বার প্রশ্ন করতে থাকবে আমি কিভাবে আপনাকে হারিয়ে ফেললাম অথচ মানুষটা আমার সামনেই ছিলো। এখন তুমি হয়তো ভিতরে ভিতরে মুচকি মুচকি হাসচ্ছ কিন্তু বিশ্বাস করো তুমি চাইলেই আমাকে ভালোবাসতে পারতে। চাইলেই বলতে পারতে আমার আপনাকেই লাগবে। তোমার মুখ থেকে এই কথা গুলো শুনবার জন্য কতোটা সময় অপেক্ষা করেছি তুমি কী? বলতে পারো!? জানি বলতে পারবে না! কারণ তোমার অনুভূতি যে হৃদয় পর্যন্ত পৌঁছাতে-ই পারে নি। আমি সব সময় একটা কথা বলি পৃথিবীতে সব থেকে জরুরি হলো হৃদয়বান হওয়া।  জনো আম...

কবিতা রেকর্ড -১

তৌফিক সুলতান  ২০।  শুনচ্ছো; আমি দেখেছি কিভাবে অপেক্ষারা উপক্ষাতে বদল হয়। নির্ঘুম রাত্রি শেষে আধার নিয়ে আসে ভোর।  তোমার নামে বেরিয়ে আসা দীর্ঘ শ্বাস বলে নীল আকাশ ছুঁতে আর কতো দূর।  এতোটা অপেক্ষায় রেখোনা তারপর একদিন ফিরে এসে দেখবে ; তুমি আসার আগেই মৃত্যু এসে নিয়ে গেছে আমায়। যেহেতু মৃত্যুর অভিধানে 'অপেক্ষা' বলে কোনো শব্দ নাই। ভালোবেসে যে তোমাকে মনে রাখে নি  অহেতুক ঘৃণায় তাকে সরণে রেখে কি লাভ বলো? তারচেয়ে বরং তোমার প্রর্থা জুড়ে না থাকুক সেই ভুল মানুষটার অভাব।  তোমাকে আমি সব সময় ভালোবাসি এটাই আমার স্বভাব।  তুমি আমার দুঃখ সুখ-   ১৯| পৃথিবীর কোনো জায়গায়ই আসলে  মানুষের জন্য পারফেক্ট না।  আবার থাকতে থাকতে একটা সময়  জেলখানার প্রতিও মায়া জন্মে যায়।  দীর্ঘ দিন বয়ে বেড়ানো একটা অসুখ–  সেরে উঠার পর অসুখের দিনগুলোর কথা  মনে পড়লে সেই অসুখটার জন্য মন খারাপ লাগে।  হেঁটে যেতে যেতে পথপাশে দেখা একটা ফুল,  অচেনা বাড়ির বেলকনি,  বিকেলের মিহি রোদ নেমে আসা ঝুল বারান্দা–  এসবের কথা মনে পড়লে খারাপ লাগে।  দূরপাল্লার বাসে ব...

Send Whatsapp Query